দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ৩৫০৪ জনের নমুনায় করোনার উপস্থিতি পাওয়া গেছে। গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ৩৪ জন। বিভাগভিত্তিক বিশ্লেষণে ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রামের ১০ জন এবং অন্যান্য বিভাগের ১১ জন।
৩৪ জনের মধ্যে ৩২ জন পুরুষ ও ২ জন নারী। হাসপাতালে মারা গেছেন ৩০ জন এবং বাসায় ৪ জন। এ নিয়ে মোট প্রাণহানি হলো ১৬৯৫ জনের। আর করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ১ লাখ ৩৩ হাজার ৯৭৮।
গত ২৪ ঘন্টায় মোট ১৫ হাজার ৫৯ টি নমুনা সংগ্রহ হয়েছে। এখান থেকে ১৫ হাজার ১৫৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৭ লাখ ১২ হাজার ৯৮ টি।
গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ৭২৬ জনকে। বর্তমানে আইসোলেশনের আছেন ২৪ হাজার ৯৩ জন। বর্তমানে মোট আইসোলেশনে আছেন ১৪ হাজার ২৬৭ জন।
Read More News
শনিবার (২৭ জুন) এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
Sildenafilgenerictab News Bangla News Paper