অঙ্কিতার বোল্ড ফটোশ্যুটই সুশান্তের সঙ্গে সম্পর্কের ইতি

সুশান্ত সিং রাজপুতের প্রয়াণের পরে তাঁরই প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে রয়েছেন যাবতীয় চর্চার কেন্দ্রবিন্দুতে ৷ ইন্ডাস্ট্রির বহু মানুষই সুশান্ত সিং রাজপুত ও অঙ্কিতার প্রতিটি পদক্ষেপ সমর্থন করেছিলেন ৷ সুশান্ত সিং রাজপুতের এক বন্ধু সন্দীপ সিং তাঁর ইনস্টাগ্রামে লিখেছিলেন, সুশান্তকে একমাত্র বাঁচাতে পারে অঙ্কিতাই ৷ সুশান্ত ও অঙ্কিতার সম্পর্ক এতটাই গভীর যে ব্রেকআপের পরে অনেকটাই সময় লেগেছিল নিজেদের সামলে নিতে ৷ ব্রেকআপের পরে অঙ্কিতা নিজের কেরিয়ার গুছিয়ে নিতে সম্পূর্ণ শক্তি লাগিয়েছিলেন ৷ একসঙ্গে তাঁর লুকের পরিবর্তন এসেছিল যা নিয়ে অত্যন্ত চর্চা শুরু হয়েছিল ঘরে বাইরে ৷
Read More News

অঙ্কিতা লোখান্ডে ও সুশান্ত সিং রাজপুত একতা কাপুরের ধারাবাহিক পবিত্র রিস্তায় অর্চনা ও মানব চরিত্রে অভিনয় করেছিলেন৷ এই দুই চরিত্র বেশ সফল হয়েছিল ৷ এই ধারাবাহিকে অঙ্কিতাকে বেশ সাধারণ লুকে দেখতে পাওয়া গিয়েছিল ৷ সেই লুকই এক পরিচিতিতে পরিণত হয়েছিল ৷

টিভির পরে অঙ্কিতা বলিউডে পা রেখেছিলেন ৷ বড় ও ছোট পর্দায় বিশেষ দক্ষতা দেখিয়েছিলেন তিনি ৷ ব্যক্তিগত জীবনে বেশ চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে অঙ্কিতাকে ৷ সুশান্তের সঙ্গে অঙ্কিতার ব্রেকআপের পরে ফের অঙ্কিতার জীবনে প্রেম এসেছিল ৷ বর্তমানে অঙ্কিতা শিল্পপতি বিকি জৈনের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন ৷

সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ব্রেকআপের পরে অঙ্কিতার বোল্ড ফটোশ্যুট যাবতীয় চর্চায় এসেছিল ৷ অনেক সংবাদ মাধ্যমে অঙ্কিতার এই পরিবর্তনশীলতাকেই ব্রেকআপের কারণ হিসাবে ব্যাখ্যা করেছিল ৷ সেই ফটোশ্যুটের একটি ছবি অঙ্কিতা ইনস্টাগ্রামে শেয়ার করে লিখেছিলেন নিউ মি অর্থাৎ নতুন আমি ৷

অঙ্কিতা ২০০৯ সালে জি টিভির জনপ্রিয় ধারাবাহিক পবিত্র রিশতায় অভিনয়ের মাধ্যমে টেলিভিশন পর্দায় অভিষেক করেন। তিনি কালারসে সম্প্রচারিত জনপ্রিয় নৃত্যবিষয়ক অনুষ্ঠান ঝলক দিখলা যার ৪র্থ মৌসুমে তার সাবেক প্রেমিক সুশান্ত সিং রাজপুতের সাথে প্রতিযোগিতা করেছেন, সেখানে তিনি ৫ম স্থান অধিকার করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *