জরিমানা ছাড়া যানবাহনের ফিটনেস, রুট পারমিট, ট্যাক্স টোকেন এবং ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময়সীমা ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে সরকার।
বাংলাদেশ রোডস ট্রান্সপোর্ট অথরিটি এ বিষয়ে আজ সোমবার একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, অর্ধ বিভাগের ১৫ জুন ২০২০ তারিখের স্মারকের সম্মতির পরিপ্রেক্ষিতে গাড়ির কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট) এবং ড্রাইভিং লাইসেন্সের জরিমানা ব্যতীত মূল কর ও ফি জমা দিয়ে গাড়ির কাগজপত্র হালনাগাদ করার করার জন্য নিম্নোত্ত শর্ত সাপেক্ষে সুযোগ প্রদান করা হলো।
Read More News
এ বিভাগের গত ২০ জানুয়ারির প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় এ সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হলো।
আগামীতে খেলাপি যানবাহন মালিকদের আর কোনও সুযোগ দেওয়া হবে না মর্মে ঘোষণা প্রচার করবে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।