বরিশালে করোনা উপসর্গ নিয়ে প্রাণ হারালেন চিকিৎসক

বরিশাল জেনারেল হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগের কনসালটেন্ড ডা. এমদাদুল্লাহ খান (৫৯) করোনার উপসর্গ নিয়ে প্রাণ হারালেন। আজ শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে আইসিইউতে তিনি মারা যান।

বরিশাল জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. দেলোয়ার হোসেন বিষয়টি গণমাধ্যমে নিশ্চত করেছেন।

ডা. দেলোয়ার জানান, ডা. এমদাদুল্লাহ গত দু’দিন ধরে জ্বর, সর্দি ও কাশিতে ভূগছিলেন। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৪টায় তিনি শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। পরে সেখান থেকে তাকে করোনার আইসিইউ ইউনিটে পাঠান চিকিৎসকরা। শুক্রবার তার শরীর থেকে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়।
Read More News

উল্লেখ্য, গত ৯ জুন করোনা উপসর্গ নিয়ে ঢাকায় মারা যান বরিশালের অর্থপেডিক্স বিশেষজ্ঞ ও বেসরকারি প্রতিষ্ঠান রাহাত আনোয়ার হাসপাতালের চেয়ারম্যান ডা. আনোয়ার হোসেন। পরে নমুনা পরীক্ষায় তার করোনা পজেটিভ শনাক্ত হয়। বরিশালে অসুস্থ হওয়ার পর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *