দেশে করোনাভাইরাসে একদিনে ৫৩ জনের মৃত্যু

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ৩ হাজার ৮৬২ জনের নমুনায় করোনার উপস্থিতি পাওয়া গেছে। মারা গেছেন আরও ৫৩ জন। ঢাকা বিভাগে ৩০ জন, চট্টগ্রামে ১৪ জন, রাজশাহীতে ৪ জন, খুলনায় ৩ জন, বরিশালে একজন, ও ময়মনসিংহে একজন মৃত্যুবরণ করেছেন। ৫৩ জনের মধ্যে ৪৭ জন পুরুষ ও ৬ জন নারী। এ নিয়ে মোট প্রাণহানি হলো ১ হাজার ২৬২ জনের। আর করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ৯৪ হাজার ৪৮১।
Read More News

গত ২৪ ঘন্টায় মোট ১৮ হাজার ৪০৩ টি নমুনা সংগ্রহ হয়েছে। এখান থেকে ১৭ হাজার ২১৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *