দেশে করোনাভাইরাসে মোট আক্রান্ত ৮৭৫২০, মৃত্যু ১১৭১

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ৩১১৪ জনের নমুনায় করোনার উপস্থিতি পাওয়া গেছে। মারা গেছেন আরও ৩২ জন। বিভাগভিত্তিক বিশ্লেষণে ঢাকা বিভাগে ১৬ জন চট্টগ্রামে ১১ জন, সিলেটে ২ জন, রংপুরে ১ জন ময়মনসিংহে ১ জন এবং বরিশাল বিভাগে ১ জন।

৩২ জনের মধ্যে ২৭ জন পুরুষ ও ৫ জন নারী। হাসপাতালে মারা গেছেন ২০ জন বাসায় ১১ এবং মৃত অবস্থায় হাসপাতালে গেছেন ১ জন। এ নিয়ে মোট প্রাণহানি হলো ১১৭১ জন। আর করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ৮৭ হাজার ৫২০।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯০৩ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ৭১২ জনকে। বর্তমানে আইসোলেশনের আছেন ১৫ হাজার ২৮১ জন।
Read More News

রোববার (১৪ জুন) এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *