দীর্ঘ সময়ের পরে ক্যামেরার মুখোমুখি অভিনেত্রী মিমি

দীর্ঘ সময়ের পরে ক্যামেরার মুখোমুখি অভিনেত্রী মিমি চক্রবর্তী। লকডাউনের জন্য টানা দুমাসের বেশি বন্ধ শ্যুটিং। লকডাউন শিথীল হতে শুরু করেছে। স্বাভাবিক ছন্দে ফিরছে শহর। শ্যুটিং-এর অনুমতিও মিলেছে। তাই দীর্ঘদিন পরে ক্যামেরার সামনে শ্যুট করলেন মিমি।

মিমির ইউটিউব চ্যানেলের কথা সকলেই জানেন। সেই চ্যানেলের মিউজিক ভিডিওর জন্যই শ্যুটিং করলেন অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি মিমি গানও গেয়েছেন। তাঁর ইউটিউব চ্যানেলে তাঁর গলায় গাওয়া গান রয়েছে। আর এবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাইলেন মিমি।
Read More News

রবীন্দ্রসঙ্গীত আমার পরাণ যাহা চায় গানটি গেয়েছেন মিমি। সেই গানেরই মিউজিক ভিডিও চলছে। রাজারহাট সংলগ্ন এলাকায় মিউজিক ভিডিওর শ্যুটিং চলছে বলে জানা যাচ্ছে। সেখান থেকে একটি ছবি ও ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। ছবিতে দেখা যাচ্ছে, কালো শাড়িতে মিমি গিটার বাজাচ্ছেন।

প্রসঙ্গত, বাংলা ছবির প্লে-ব্যাক করার পর অনুরাগীরা তাঁর গলায় আরও গান শোনার ইচ্ছে প্রকাশ করে। তার পরেই নিজের ইউটিউব চ্যানেল খুলে তিনটি হিন্দি সিঙ্গলস রিলিজ করেন মিমি।

https://www.facebook.com/watch/?t=16&v=2811374425656389

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *