দেশে করোনাভাইরাস শনাক্ত ৩১৯০, মৃত্যু ৩৭ জন

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ৩ হাজার ১৯০ জনের নমুনায় করোনার উপস্থিতি পাওয়া গেছে। মারা গেছেন আরও ৩৭ জন। এ পর্যন্ত মোট প্রাণহানি হয়েছে ১,০১২ জনের।

ঢাকা বিভাগে ২৫ জন, চট্টগ্রাম বিভাগে ৭ জন, রাজশাহী বিভাগে ১ জন, সিলেট বিভাগে ১ জন, বরিশাল বিভাগে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন। এ নিয়ে মোট প্রাণহানি হলো ৯৭৫ জনের। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো মোট ৭৪ হাজার ৮৬৫ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৬৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছন ১৫ হাজার ৮৯৯ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ৫৩৮ জনকে। বর্তমানে আইসোলেশনের আছেন ১২ হাজার ৯৬৬ জন।
Read More News

বুধবার (১০ জুন) এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *