বরিশাল নগরীর বান্দরোডস্থ “রাহাত আনোয়ার” হাসপাতালের মালিক ডা. আনোয়ার হোসেন গুরুত্বর অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার সকাল থেকে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে হাসপাতালে অক্সিজেন দিয়ে রাখা হয়। দুপুরের পরে শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে এবং শ্বাসকষ্ট সহ করোনা রোগের উপসর্গগুলো দেখা দেয়।
Read More News
হাসপাতালের একটি সূত্র জানায়- কদিন আগে রাহাত আনোয়ার হাসপাতালের দুই কর্মী করোনা আক্রান্ত হন। গত রোববার সকাল থেকে হাসপাতাল মালিক ডা. আনোয়ার হোসেন অসুস্থবোধ করেন। এরপরে তিনি হাসপাতালের একটি কেবিনে চিকিৎসা নিচ্ছিলেন। সোমবার সকালে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে অক্সিজেন দিয়ে রাখে। করোনা রোগের সকল উপসর্গ থাকলেও ডাক্তার আনোয়ার আসলে এ রোগে আক্রান্ত কী না তা নিশ্চিত হওয়া যাচ্ছে না।
বিকেলের পরে শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে ডা. আনোয়ার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স এ ঢাকায় নিয়ে যাওয়া হয়।
 Sildenafilgenerictab News Bangla News Paper
Sildenafilgenerictab News Bangla News Paper