এবার কাজে ফেরার পালা, শরীরচর্চায় মন দিলেন করিনা

কারিনা কাপুর লকডাউন শুরু হতেই ইন্সটাগ্রামে ডেবিউ করেছিলেন। দুমাস পর ফের নিজের শরীরচর্চায় ব্যস্ত হয়ে গেলেন কারিনা কাপুর খান। শনিবার, নিজের বিল্ডিং চত্বরেই জগিং করতে দেখা গিয়েছে তাঁকে। আর সেই ছবি ধরা পড়েছে পাপারাত্‍‌জিদের ক্যামেরায়।
Read More News

করোনার জেরে গত দুমাস ঘরবন্দি অবস্থাতেই ছিলেন কারিনা। স্বামী সাইফ আলি খান ও ছেলে তৈমুরকে নিয়ে বেশ অনেকটা সময় কাটিয়েছেন। এবার শ্যুটিংয়ে ফেরার পালা। ঘরের মধ্যে ওয়ার্কআউট করলেও তাঁর সেই ছবি সামনে আসেনি কখনও। ছবিতে দেখা গিয়েছে, সাদা রঙের টি শার্ট ও কালো প্যান্ট ও কালো সু পড়ে বিল্ডিংয়ের চারিপাশে জগিং করছেন। দেখুন সেইসব ছবিগুলি…

লকডাউনের মধ্যেই কারিনা অভিনীত আংরেজি মিডিয়াম সিনেমা ওয়েবে রিলিজ করে। যেখানে করিনার সহকর্মী ছিলেন ইরফান খান। এরপর করিনার হাতে রয়েছে করণ জোহারের তখত। এই সিনেমায় দেখা যাবে রণবীর সিং, আলিয়া ভাট, ভিকি কৌশল, ভূমি পাদনেকর, অনিল কাপুর ও জাহ্ণবী কাপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *