ঝড়ো বাতাসে লণ্ডভণ্ড ব্রাহ্মণবাড়িয়ার গ্রাম, নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও সরাইলে ঝড়ো বাতাসে আঘাতে একজন নিহতসহ বেশকয়েকজন আহত হয়েছেন। এছাড়াও চারটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয়রা জানায়, শনিবার (৬ জুন) সকালে হঠাৎ করেই ঝড়ো বাতাসের সাথে টর্নেডো শুরু হয়। দুই উপজেলার চারটি গ্রামের উপর দিয়ে টর্নেডোটি বয়ে যায়। এতে বেশকিছু ঘরবাড়ি ও গাছপালা ভেঙে পড়ে।
Read More News

উপজেলা প্রশাসন জানিয়েছে, সকালে হঠাৎ করে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কুচনিবড্ডা, নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের পশ্চিমপাড়া, বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর ও আশুরাইল গ্রামের ওপর দিয়ে ঝড়ো বাতাস বয়ে যায়। কয়েক সেকেন্ড স্থায়ী এই ঝড়ো বাতাসে গ্রামগুলোর অর্ধশতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া অনেক ঘরের চালাও উড়ে গেছে। এ সময় সড়কের গাছপালা ও নদীতে থাকা বেশ কয়েকটি নৌকাও ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও সুনামগঞ্জে বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *