গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী স্বাস্থ্যের অবনতি হয়েছে। শুক্রবার সকালে গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফাইড ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, ডা. জাফরুল্লাহ চৌধুরীর কিছুটা শারীরিক অবনতি ঘটেছে। আপনাদের সকলের দোয়া চেয়েছেন ডা. জাফরুল্লাহ।
ডা. জাফরুল্লাহ বর্তমানে গণস্বাস্থ্য নগর হাসপাতালে ব্রিগেডিয়ার অধ্যাপক ডা. মামুন মুস্তাফি, অধ্যাপক ডা. নজীবের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।
Read More News
গণস্বাস্থ্য কর্তৃপক্ষ তার সেবায় নিয়োজিত চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের ধন্যবাদ দিয়ে বলেছেন, আপনাদের প্রতি আমাদের অকৃত্রিম ভালোবাসা ও আন্তরিক শ্রদ্ধা। আমরা বিশ্বাস করি, ডা. জাফরুল্লাহ চৌধুরী সুস্থ হয়ে উঠবেন এবং সুন্দর বাংলাদেশ বিনির্মানে তার বাকি স্বপ্নগুলো বাস্তবায়ন করবেন।