দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ২৪২৩ জনের নমুনায় করোনার উপস্থিতি পাওয়া গেছে। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৫৭ হাজার ৫৬৩ জন।
গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ৩৫ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৮১ জনের। নতুন করে সুস্থ হয়েছেন ৫৭১ জন। মোট সুস্থ ১২ হাজার ১৬১ জন।
Read More News
বৃহস্পতিবার (৪ জুন) এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
গত ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম শনাক্ত হলেও এখন করোনাভাইরাসের কবলে গোটা বিশ্বই। বর্তমানে সবচেয়ে বেশি ভুগছে ইউরোপ-আমেরিকা-এশিয়াসহ বিশ্বের অন্যান্য অঞ্চল। এখন পর্যন্ত গোটা বিশ্বে আক্রান্তের সংখ্যা ৬৪ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩ লাখ ৮৫ হাজার বেশি। অবশ্য ৩ লাখ ৭৭ হাজারের বেশি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।