বাংলামোটরে বাসের ধাক্কায় ২ জন নিহত

রাজধানীর বাংলামোটরে বিহঙ্গ বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে বাসের চালককে আটক করেছে পুলিশ।

ঘটনার প্রত্যক্ষদর্শী বলেন, একটা বাস এসে ধাক্কা দিলো। মোটরসাইকেলটি পড়ে গেল। তারপর বাসটি তার উপর দিয়ে চলে গেলো। পরে দেখলাম দুই জনের মরদেহ পড়ে আছে। আরো একজন আহত হয়েছেন। আহত ওই ব্যক্তিকে অন্য পথচারীরা চিকিৎসা দিচ্ছিলেন।
Read More News

শাহবাগ থেকে বাংলামোটর সিগন্যাল পার হয়েই বিহঙ্গ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-১৯৯০) পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাত ঘেঁষে চলা একটি মোটরসাইকেল ও একজন পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান পথচারী ও মোটরসাইকেল আরোহী। মৃতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *