ঈদে বাড়িতে আসা ছেলের সংস্পর্শে এসে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাবা-মা। করোনায় আক্রান্ত পরিবারের এই তিন সদস্যের বাড়ি নীলফামারীর সৈয়দপুরের বোতলাগাড়ী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলী গ্রামে।
উজ্জ্বল আগে থেকেই আইসোলেশনে। তবে তার বাবা-মা আক্রান্ত হওয়ার পর প্রথম দিকে আইসোলেশনে যেতে রাজি ছিলেন না। পরে পরিস্থিতি সম্পর্কে ধারণা দিয়ে তাদের আইসোলেশনে নেওয়া হয়।
জানা গেছে, গত ২০ মে ঢাকা থেকে ঈদ করতে গ্রামের বাড়িতে আসেন ছেলে উজ্জ্বল (৩২)। তিনি আগে থেকেই করোনায় আক্রান্ত ছিলেন। খবর পেয়ে ২৭ মে তাকে আইসোলেশনে নেওয়া হয়। এরপর উপজেলা স্বাস্থ্য বিভাগের সহায়তায় তার পরিবারের সদস্যদেরও নমুনা সংগ্রহ করা হয়।
Read More News
উজ্জ্বলের বাবা আদম আলী (৬৫) ও মা পারুল বেগমের (৫৭) করোনা পজিটিভ আসে। রাতেই স্বাস্থ্য বিভাগের লোকজন তাদের নিয়ে যেতে চাইলে বাড়িতেই আইসোলেশনে থাকার দাবি জানান তারা। পরে আজ বুধবার সকালে তারা পুলিশের কথায় রাজি হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্ধারিত আইসোলেশন সেন্টারে যান।