করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাবেক সচিব এম বজলুল করিম চৌধুরী আজ রোববার রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেসবাহ উদ্দিন এক শোক বার্তায় জানান, করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টা ৪০ মিনিটের দিকে বজলুল করিম মারা যান। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ১৯৮৫ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ছিলেন।
Read More News
বজলুল করিম টাঙ্গাইলের জেলা প্রশাসক, রাজউকের চেয়ারম্যান ও ঢাকা বিভাগীয় কমিশনার (পিআরএল) পদে দায়িত্ব পালন করেছেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর স্ত্রীও করোনাভাইরাসে সংক্রমিত হয়ে চিকিৎসাধীন।
বিসিএস প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে সাবেক ও বর্তমান মিলিয়ে বজলুল করিমসহ আট জন মারা গেছেন।