ট্রেনের ভাড়া বাড়ছে না

করোনাভাইরাস মহামারির কারণে দুই মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর রোববার (৩১ মে) থেকে সীমিত পরিসরে গণপরিবহন চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঢাকা থেকে বিভিন্ন রুটে চলাচল শুরু করবে ট্রেন।

আগামীকাল থেকে ১৬টি ট্রেন ঢাকা থেকে বিভিন্ন রুটে চলাচল শুরু করবে, একই সঙ্গে বিভিন্ন স্টেশন থেকে ঢাকায় আসবে ট্রেন। রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন জানিয়েছেন, এসব ট্রেনে অর্ধেক টিকিট বিক্রি করা হবে। তবে টিকিটের ভাড়া বাড়ানো হবে না আগের ভাড়াতেই চলবে।

শনিবার (৩০ মে) ক‌রোনা পরবর্তী ট্রেন চলা‌চলের বিষ‌য়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
Read More News

মন্ত্রী বলেন, অন্যান্য গণপরিবহন অর্ধেক যাত্রী নেবে তাই ভাড়া বাড়ছে। তবে আমরা রেলের ভাড়া বাড়াচ্ছি না। রেলে একটু বেশি ভিড় হবে। তাই সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আমরা পুরো টিকেট অনলাইনে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *