‘টোয়াইলাইট’ অভিনেতা গ্রেগোরি টাইরি বয়েস এবং তাঁর প্রেমিকা নাটালি অ্যাডিবাউগুর মৃতদেহ উদ্ধার করল পুলিশ। লাস ভেগাসে বাড়ির একই ঘর থেকে তাঁদের দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। তাঁদের মৃত্যুর কারণ স্পষ্ট করে কিছু জানা যায়নি।
সূত্রের খবর, ৩০ বছর বয়সী অভিনেতা গ্রেগোরি টাইরি বয়েস ও তাঁর প্রেমিকার দেহের পাশ থেকে সাদা পাউডারের একটি প্যাকেট পাওয়া গিয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আত্মহত্যা করেছেন তাঁরা। তবে, খুনের অভিযোগও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মৃতদেহগুলি ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। ফরেনসিক রিপোর্টের জন্য অপেক্ষা করছে গোয়েন্দারা। গ্রেগোরি টাইরি বয়েসের প্রেমিকা নাটালি অ্যাডিবাউগুর বয়স ২৭ বছর। সম্পর্কের টানাপোড়েনের জেরে কি এই ঘটনা ঘটেছে, তদনতে নেমেছে পুলিশ।
Read More News
২০০৮ সালে ‘টোয়াইলাইট’ ছবিতে অভিনয় করেছিলেন গ্রেগোরি। এছাড়াও ট্রেভর জ্যাকসনের ২০১৮ সালের শর্টফিল্ম ‘অ্যাপোকালিপস’ এ অভিনয় করেছিলেন তিনি।