ঋষির অকাল মৃত্যু এখনও মেনে নিতে পারছে না বলিউড ৷ এমনকী, কাপুর পরিবারও এই শোক কাটিয়ে উঠতে পারেনি ৷ ঋষির মৃত্যুর ১৩ দিন হওয়ার পর সম্প্রতি হয়ে গেল এক স্মরণ সভা ৷ সেই স্মরণ সভার ছবি সোশ্যাল নেটওয়ার্কে আসতেই রণবীর কাপুরকে নিয়ে শুরু নতুন ট্রোল৷ ক্যাটরিনার সঙ্গে সম্পর্কের সময় থেকেই ঋষি কাপুর ও নীতু কাপুরের সঙ্গে থাকতেন না রণবীর ৷
মু্ম্বইয়ে একটি আলাদা ফ্ল্যাটও কিনেছেন রণবীর ৷ শোনা যায়, অনেক দিন থেকেই নাকি রণবীরের সঙ্গে ওই ফ্ল্যাটে যাতায়াত করেন আলিয়া ভাট৷ সেই ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় ৷ সেই সূত্র ধরেই এবার রণবীরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হল নতুন শোরগোল ৷ নেটিজেনরা রীতিমতো রণবীরকে সাজেশন দেওয়া শুরু করলেন ৷
Read More News
তবে অন্যদিকে স্বামী ঋষি কাপুরকে বড্ড মিস করছেন স্ত্রী নিতু কাপুর ৷ ঋষির অকালে চলে যাওয়াটা কিছুতেই যেন মেনে নিতে পারছেন না আর তাই তো সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যে শেয়ার করে ফেলছেন মনের কথা ৷ এই যেমন সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে নিতু কাপুর শেয়ার করলেন পুরো পরিবারকে নিয়ে একটা ছবি ৷
ছবিতে দেখা গেল ঋষি কাপুর, নিতু কাপুর, রণবীর কাপুর, ঋধিমা কাপুর ও তাঁর ছোট্ট মেয়েকে ৷ সেই ছবি শেয়ার করে নিতু লিখলেন, ‘এই ছবিটা আমাকে সম্পুর্ণতা দিয়েছিল ৷