নভেল করোনাভাইরাস এক আতঙ্কের নাম। সর্বত্রই ছড়িয়ে পড়ছে এ ভাইরাস। অন্য সবার মতোই ভয়াবহ এ ভাইরাসের কারণে বিনোদন জগতের তারকারাও ভুগছেন। কিন্তু বিশ্বজুড়ে এ মহামারী থেকে রক্ষা পাননি হলিউড, বলিউডের অনেক তারকা। অভিনয়শিল্পী থেকে শুরু করে মিউজিশিয়ান কেউই বাদ যাননি। একের পর এক তারকা আক্রান্ত হচ্ছেন নভেল করোনাভাইরাসে।
Read More News
করোনাভাইরাসে গৃহবন্দি থেকে নিজেদের ব্যস্ত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারকারা। তবুও থেমে থাকে না আনন্দ উৎসব। ঈদ আনন্দ উৎসব। তাই অন্ধকার সরিয়ে আমাদের জীবনে আনন্দ নিয়ে আসে ঈদ। সুস্থ ও সুরক্ষিত থাকার জন্য এই দিনগুলোতে আমাদেরকে ঘরে অবস্থান করতে হচ্ছে।
এ প্রতিকুলতার মধ্যে এবারের ঈদে থাকছে না দর্শকপ্রিয় ছোটকাকু সিরিজ। তাই এবার এর পরিবর্তে চ্যানেল আই ৮ দিনব্যাপি দেখাবে আফজাল হোসেন এবং অপি করিম অভিনীত ৮ পর্বের নতুন ধারাবাহিক নাটক ‘রেখা’। পান্থ শাহরিয়ারের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আরিফ খান। ধারাবাহিকটি চ্যানেল আইতে প্রচার হবে ঈদুল ফিতরের দিন থেকে শুরু করে ঈদুল ফিতরের অষ্টম দিন পর্যন্ত। প্রচার হবে প্রতিদিন সন্ধা ৬টা ১০ মিনিটে।
Sildenafilgenerictab News Bangla News Paper