মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ন্যশনাল ইনস্টটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন ‘নিপসম’ থেকে রবিবার বিকেলে পাওয়া রিপোর্টে তাঁর করোনা পজেটিভ আসে। এর আগে গত ১৪মে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। তিনি সরকারি বাসভবনে আইসোলেশনে রয়েছেন।
একই সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জেলা প্রশাসক কার্যালয়ের উপপরিচালক এস এম সফিকের দেহেও করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ ছাড়া মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে এক নারী চিকিৎসকের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
Read More News
আজ রোববার বিকেল ৪টার দিকে সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার মুন্সীগঞ্জের ছয় উপজেলায় নতুন করে ৩৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে জেলা প্রশাসক, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জেলা প্রশাসক কার্যালয়ের উপপরিচালক ও মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে একজন চিকিৎসকের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়।
Sildenafilgenerictab News Bangla News Paper