সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রায় ৩ লাখ মানুষের। তার মধ্যে আমেরিকাতেই ৮০ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আর এই মারণ ভাইরাসের জন্ম চিনের মাটিতে। এই নিয়ে এর আগেও বহুবার চিনের বিরুদ্ধে গলা চড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আমরা চাইলে অনেক কিছুই করতে পারতাম। চিনের সঙ্গে সব রকম সম্পর্ক শেষ করেও দিতে পারতাম।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমার সঙ্গে চিনের প্রেসিডেন্ট জিনপিংয়ের সম্পর্ক বেশ ভালো, কিন্তু এখনই ওঁর সঙ্গে কথা বলার কোনও ইচ্ছা আমার নেই। একই সঙ্গে তিনি জানান চিনের প্রতি খুবই বিরক্ত হয়ে আছেন।
Read More News
করোনা সংক্রমণ ছড়ানোর পর থেকেই আমেরিকার তরফে বার বার চিনকে বলা হয়েছিল উহানের ল্যাবে গিয়ে আন্তর্জাতিক কমিউনিটিকে ভাইরাসের উত্স সম্পর্কে অনুসন্ধান করার অনুমতি দিতে। আমরাও ওখানে গিয়ে কাজ করতে চেয়েছিলাম। কিন্তু ওরা আমাদের সাহায্য নিতে রাজি হয়নি। তখন মনে হয়েছিল ওরা জেনে বুঝেই সবটা করছে। হয় ওদের কোনও যোগ্যতা নেই কিংবা ওরা মূর্খ অথবা যা করছে তা ইচ্ছাকৃত।