১৯ মে থেকেই ভারতের মধ্যে বিমান ওড়াবে এয়ার ইন্ডিয়া। দেশের বিভিন্ন স্থানে যারা আটকে পড়েছেন, তাঁদের ঘরে ফেরাতেই এই বিমানগুলি চালানো হবে বলে জানা গিয়েছে। ১৯ মে থেকে ২ জুনের মধ্যে এই বিমানগুলি ওড়ানো হবে।
Read More News
এই বিমান সফরের খরচ যাত্রীদের থেকেই নেওয়া হবে। টিকিং বুকিং এখনও শুরু হয়নি বলেই জানা গিয়েছে। এই বিশেষ বিমানগুলির বেশিরভাগই ছাড়বে দিল্লি, মুম্বই, হায়দরাবাদ এবং বেঙ্গালুরু থেকে। ১৯ মে চেন্নাই থেকে একটি বিমান কোচি উড়ে যাবে। দিল্লি থেকে ১৭৩টি, মুম্বই থেকে ৪০টি, হায়দরাবাদ থেকে ২৫টি এবং বেঙ্গালুরু থেকে ১২টি বিমান ছাড়বে।
দিল্লি থেকে ওড়া বিমানগুলি যাবে জয়পুর, বেঙ্গালুরু, হায়দরাবাদ, অমৃতসর, কোচি, অহমদাবাদ, গয়া, লখনউ-সহ বেশ কয়েকটি শহরে। মুম্বই থেকে বেঙ্গলুরু, বিশাখাপত্তনম, কোচি, অহমদাবাদের মতো অনেক শহরেই বিশেষ বিমান যাবে। বিমান পরিবহণ মন্ত্রকের থেকে সবুজ সংকেতের জন্য এখন অপেক্ষা করা হচ্ছে।