করোনাভাইরাসের কারণে আটকে পড়া ব্রিটিশ ও বাংলাদেশি নাগরিকদের আনা-নেওয়ার জন্য বিশেষ ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করেছে বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্ট। এজন্য ভাড়া করা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ বিমান।
আগামীকাল ১০ মে রবিবার সকাল ১১.২০টায় ফ্লাইটটি ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যাবে। ফ্লাইটটি বিকালে লন্ডনে অবতরণ করবে।
একইদিন রাতে ফ্লাইটটি লন্ডন থেকে দেশটিতে আটকে পড়া বাংলাদেশিদের নিয়ে আসবে। পরদিন ১১ মে সোমবার সকাল ৯.২০টায় ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে ফ্লাইটটি।
Read More News
জানা গেছে, বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে একটি বিশেষ ফ্লাইট পরিচালনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং-৭৭৭/৭৮৭ নির্দিষ্ট করা হয়েছে।