সোনম কাপুর এবং আনন্দ আহুজার দ্বিতীয় বিবাহবার্ষিকী ৮ মে। আর তার আগেই নিজের অ্যানিভার্সারির উপহার পেয়ে গেলেন সোনম। কী সেই উপহার? পছন্দের উপহার হাতে পেয়েই তার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করলেন সোনম। স্ত্রীকে দ্বিতীয় বিবাহবার্ষিকীতে আনন্দ কিনে দিয়েছেন Nintendo Switch যেখানে রয়েছে সোনমের প্রিয় গেমস Legend of Zelda এবং Mario Kart।
Read More News
Nintendo Switch-এর একটি ভিডিয়ো সোনম লিখেছেন, ‘আনন্দ আমাকে খুব ভালোই জানে… লাভ ইউ সো মাচ। এটা আমার অ্যানিভার্সারির উপহার।