রাজধানীর সেলুনে এসি বিস্ফোরণ, নিহত ২ জন

রাজধানীর নয়াপল্টনে একটি সেলুনে শাটার বন্ধ করে চুল-দাড়ি কাটার সময় এয়ার কন্ডিশনার বিস্ফোরণ ঘটেছে। এতে দুইজন নিহত হয়েছে। নিহতরা হলেন, চুল কাটাতে যাওয়া রাসেল ও পথচারী শাহ আলম।

পল্টন থানার অপজিটে ৪৪নং স্টাইল জোন সেলুনের মালিক কালাম (৪০) বুধবার রাত ৯টার দিকে দোকানের শাটার বন্ধ করে ভেতরে রাসেল নামে যুবকের চুল-দাড়ি কাটছিলেন। তখন দোকানের ভেতরের এসি বিকট শব্দের বিস্ফোরিত হয়।
Read More News

আশঙ্কাজনক অবস্থায় তাদের ৩জনকেই উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন- সেলুন মালিক ও কারিগর কালাম (৪০), চুল কাটাতে যাওয়া মো. রাসেল (২২) ও পথচারী শাহ আলম (৫০)।

তাদের তিনজনের অবস্থায়ই আশঙ্কাজনক ছিল। এরপর শুক্রবার (১ মে) দিবাগত রাতে রাসেলের মৃত্যু হয়। আর শনিবার (২ মে) দুপুরে মারা যান পথচারী শাহ আলম। তাদের শরীরের প্রায় ৪০ থেকে ৭০ শতাংশ দগ্ধ ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *