লকডাউনে ঘরবন্দি দেশ। তার মধ্যেই এসে চলেছে একের পর এক দুঃসংবাদ। এই মুহূর্তে তলানিতে ঠেকেছে বিশ্ব অর্থনীতি। আগামীর কথা জানেনা কেউ। লকডাউনে পরিবারের সঙ্গে সিঙ্গাপুরে বন্দি ঋতুপর্ণা সেনগুপ্ত।
সেখান থেকেই নানারকম কাজ করে চলেছেন তিনি। এনেছেন নিজের ইউটিউব চ্যানেল। চলছে লেখালেখি। তাই আজ বিশ্ব নৃত্য দিবসে তাঁর ছবি ‘আহা রে’ থেকে ‘আয় বেহেস্তে’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন।
অভিনয়ের পাশাপাশি তিনি যে অসাধারণ একজন নৃত্যশিল্পী তা সকলেই জানেন। তাঁর নিজের একটি নাচের স্কুলও রয়েছে। অজস্র শো করেন তিনি। তাই এমন দিনেও কি আর ঋতু নাচ ছাড়া থাকতে পারেন!
বাড়ি বসেই কোরিয়োগ্রাফি সারলেন। সাদা আনারকলি আর অল্প মেকআপে খুবই মোহময়ী লাগছিল তাঁকে। এই লকডাউনে মেয়ের সঙ্গেও চলছে নাচের অনুশীলন।
Read More News
মা-মেয়ে একসঙ্গে একটি নাচের কোরিয়োগ্রাফিও করছেন। এবার মা-মেয়ের যুগলবন্দি দেখতে অপেক্ষায় দর্শক।