চিত্রনায়িকা জয়া আহসানের জনপ্রিয়তা বাংলাদেশের মতো কলকাতাতেও কম নয়। বেশ কয়েক বছর ধরে কলকাতার বেশ কয়েকটি সিনেমায় সফলতার সঙ্গে দেখা গেছে তাকে। সফলতার ঝুড়িতে জমা হয়েছে বেশ কয়েকটি পুরস্কারও।
বিশ্বের ৫০টি দেশের চলচ্চিত্র সমালোচক ও সাংবাদিকদের নিয়ে গঠিত ‘দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস’সংগঠন প্রতিবছরের মতো এবারও বিভিন্ন দেশের চলচ্চিত্র মূল্যায়ন করছে।
Read More News
সম্প্রতি তারা ঘোষণা করেছে ২০১৯ সালে ভারতের সেরা ২০ চলচ্চিত্রের নাম। এতে জায়গা করে নিয়েছে জয়া আহসান অভিনীত ‘বিনি সুতোয়’ ছবিটি। এছড়াও রয়েছে অপর্ণা সেনের ‘ঘরে বাইরে আজ’।
জয়া বলেন, ‘এটি অবশ্যই ভালোলাগার একটি বিষয়। এমন দিনে মন ভালো করার মতো সংবাদ এটা। শিগগিরই সেরা সিনেমার নাম ঘোষণা করা হবে।
কলকাতার নির্মাতা অতনু ঘোষের পরিচালনায় ‘বিনি সুতোয়’ ছবিতে জয়ার বিপরীতে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ছবিটির শুটিং হয়।