করোনা আতঙ্কের মধ্যে সুখবর দিলেন সাকিব আল হাসান। ক্রিকেটার সাকিব আল হাসান দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন। আজ সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির ফুটফুটে এক কন্যার জন্ম দিয়েছেন।
নিজের অফিসিয়াল ফেসবুক পেজে আলায়নার একটি ছবি পোস্ট করে সাকিব লিখেছিলেন ‘বড় বোনের দায়িত্ব’। ছবিতে দেখা যাচ্ছে, অব্রির হাতে একটি ছোট বাচ্চার জামা। তাতে লেখা, ‘বাসায় স্বাগতম।’
Read More News
বর্তমানে পরিবারসহ যুক্তরাষ্ট্রে আছেন সাকিব আল হাসান। সেখানেই জন্ম নিলো সাকিবের দ্বিতীয় মেয়ে। মা-মেয়ে দুজনই সুস্থ আছেন।
Sildenafilgenerictab News Bangla News Paper