মক্কা-মদিনার দুই মসজিদে তারাবির অনুমতি

পবিত্র মক্কা নগরীর মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীতে তারাবির নামাজের অনুমতি দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।

বুধবার মসজিদুল হারামের প্রধান ইমাম ও হারামাইন শরীফাইনের প্রেসিডেন্সির প্রধান শায়েখ আবদুর রহমান আস সুদাইস এক টুইট বার্তায় বলেন, সৌদি কর্তৃপক্ষ দুটি পবিত্র মসজিদে তারাবি এবং তাহাজ্জুদের নামাজ বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে তবে এতে মুসল্লিরা অংশ নিতে পারবেন না। পাশাপাশি রমজানের শেষ ১০ দিন মুসল্লিরা এই দুই মসজিদে ইতিকাফে অংশ নিতে পারবেন না বলেও জানান আবদুর রহমান আস সুদাইস। মসজিদে যারা কাজ করেন এবং মসজিদ দেখভালের দায়িত্বে যেসব কর্মকর্তারা রয়েছেন তারা এই তারাবি নামাজে অংশ নিতে পারবেন।
Read More News

এর আগে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আব্দুলআজিজ আল-শেখ দেশটির বাসিন্দাদের তারাবি এবং ঈদের নামাজ ঘরে পড়ার আহ্বান জানান।

করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে গত ১৮ মার্চ থেকে সৌদি আরবে মসজিদে জামাতে নামাজ বন্ধ রয়েছে। ওয়ার্ল্ড ও মিটারের দেয়া তথ্য অনুযায়ী, সৌদি আরবে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২৭৭২ জন। মারা গেছেন ১১৪ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *