বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করেছে করোনাভাইরাস। এখন পর্যন্ত এই ভাইরাস ধ্বংস করার মত কোনো ঔষধ বা এর থেকে সুরক্ষা নিশ্চিত করার কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি।
দেশে চলছে অঘোষিত লকডাউন। সরকারি-বেসরকারি অফিস বন্ধ। সরকার ঘোষিত ছুটির সঙ্গে মিল রেখে সুপ্রিম কোর্টের (হাইকোর্ট ও আপিল বিভাগ) উভয় বিভাগ ও দেশের অধস্তন আদালতসমূহে সাধারণ ছুটি ঘোষণা করে। গণপরিবহনের চাকা ঘুরছে না। সামাজিক দূরত্ব বজায় রাখতে কাজ করে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
হাইকোর্টের আইনজীবী ‘’ব্যারিস্টার শাহিদা সুলতানা শিলা’’ ফোনে বলেন, সুপ্রিম কোর্টের (হাইকোর্ট ও আপিল বিভাগ) উভয় বিভাগ ও দেশের অধস্তন আদালতসমূহ বন্ধ। সুতরাং আমরাও ঘরে অবস্থান করছি। আমি স্বামী-সন্তান, শ্বশুর-শাশুড়ি ও ননদের সাথে একটি যৌথ পরিবারে থাকি। লকডাউন তাই ঘরের কাজে ব্যস্ত থাকতে হচ্ছে। সারা দিনই কেটে যায় রান্না আর গৃহস্থালি কাজ নিয়ে। এছাড়া বাচ্চার সাথে সময় দেওয়া। ঘরে বন্দি থাকাটা সত্যি কষ্টদায়ক। এরপরও এই মুহূর্তে করোনা সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়ায়, দেশে চলমান সাধারণ ছুটি আরও বাড়ানো প্রয়োজন।
Read More News
আমার এক বড় ভাই গতকাল বলেছেন, “এ এক অজানা শত্রূর সাথে যুদ্ধে আমরা। যুদ্ধে আছি কিন্তু আমাদের ঢাল নেই তরোয়াল নেই, শত্রূর ভয়ে আজ আমরা ঘরে বন্ধি।” তার সাথে আমি একমত পোষণ করছি।
করোনা প্রাদুর্ভাবের ফলে যে বেকারত্ব তৈরি হবে, এতে কত লোক যে বেকার হবে সেটা এখনো স্পষ্ট নয়। করোনা-পরবর্তী সময়ে কেমন হবে বিশ্ব, তা একমাত্র আল্লাহ জানেন। পৃথিবীর মাটি হোক সবার জন্য উম্মুক্ত। আকাশের উদারতা, সমুদ্রের বিশালতা সবার জন্য উম্মুক্ত অবারিত হোক, মহান আল্লাহর কাছে এ প্রত্যাশা।