আফ্রিদির সঙ্গে শারীরিক ঘনিষ্ঠতার খবর প্রকাশ্যে এনে কয়েক মাস আগে শিরোনামে এসেছিলেন পাক মডেল আরশি। এ বার রয়েছে আরও নতুন চমক। সম্প্রতি আরশি দাবি করেছেন, তাঁর গর্ভে রয়েছে আফ্রিদির সন্তান! আরশি বলেছেন, ‘‘লাভার হিসেবে আফ্রিদি ১০০-তে ১০০ পাবে। বিছানাতেও ওর পারফরম্যান্স দারুণ। আর মাত্র ছ’মাস। তার পর আমি আফ্রিদির সন্তানের জন্ম দেব।’’
এর আগে টুইট করে আরশি বলেছিলেন, ‘‘আমি ওর সঙ্গে সেক্স করেছি। এটা আমার ব্যক্তিগত জীবন। এর জন্য নিশ্চয়ই কারও অনুমতি নেব না!’’
Read More News
আফ্রিদির সঙ্গে আরশির সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরে গুঞ্জন চলছিল নানা মহলে। আরশির এই নয়া বিস্ফোরক দাবিতে চলতি টি-২০ বিশ্বকাপে মাঠের পাশাপাশি ঝড় উঠেছে আফ্রিদির ব্যক্তিগত জীবনেও।
সূত্র : আনন্দবাজার পত্রিকা