ভারতে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে কলকাতা ও চেন্নাই থেকে ৮টি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে ইউএস বাংলা এয়ারলাইন্স।
আগামী ২০ থেকে ২৫ এপ্রিল প্রতিদিন চেন্নাই-ঢাকা রুটে ছয়টি এবং ২১ ও ২৩ এপ্রিল কলকাতা-ঢাকা রুটে দুটি ফ্লাইট পরিচালিত হবে। চেন্নাই থেকে বাংলাদেশ সময় দুপুর সোয়া ১২টায় যাত্রা শুরু হবে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে দুপুর সোয়া ৩টায়। কলকাতা থেকে দুপুর সাড়ে ১১টায় যাত্রা শুরু হবে, ঢাকায় পৌঁছাবে দুপুর ১টায়। ভারত ও ব্যাংককে ১৬৪ আসন বিশিষ্ট বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজে ফ্লাইট পরিচালনা করা হবে।’
Read More News
করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় আকাশ পথে যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। এতে এক মাসেরও বেশি সময় আটকে পড়েছেন ভারতে চিকিৎসা নিতে যাওয়া হাজারো বাংলাদেশি। প্রস্তুতির চেয়ে অতিরিক্ত সময় হাসপাতাল কিংবা হোটেলে থাকতে বাধ্য হওয়ায় আর্থিক সংকটে অনেকেই কঠিন সময় পার করছেন।