স্বাস্থ্যকর্মীদের বাসা ছাড়তে বললে বাড়িওয়ালার বিরুদ্ধে ব্যবস্থা

সম্প্রতি ঢাকায় করোনা রোগীদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক-নার্সসহ স্বাস্থ্যকর্মীদের বাসা ছাড়তে বলেছেন কোনও কোনও বাড়িওয়ালা। বিষয়টি নিয়ে এরই মধ্যে সমালোচনা শুরু হয়েছে।

সেবায় নিয়োজিত ডাক্তার-নার্সসহ চিকিৎসাকর্মীদের বাসায় থাকতে না দিলে বা হয়রানি করলে ওইসব বাড়ির মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহা. শফিকুল ইসলাম।

বৃহস্পতিবার ঢাকার ৫০ থানার ওসি ও সংশ্লিষ্ট আটটি ক্রাইম বিভাগের ডিসিকে লিখিতভাবে তাদের এ নির্দেশনা দেন তিনি।
Read More News

নির্দেশনায় বলা হয়েছে, করোনা রোগীদের চিকিৎসা দেয়ার কাজে নিয়োজিত ডাক্তার-নার্স এবং আক্রান্ত রোগীকে প্রয়োজনীয় সহায়তা করবে পুলিশ। কোনও কোনও বাড়ির মালিক তাদের বাধা দিচ্ছেন, এমন খবর আসছে, যা কোনওভাবেই কাম্য হতে পারে না। এ বিষয় সজাগ থেকে তাদের সহায়তা করতে হবে।

এতে আরও বলা হয়, করোনা রোগী বৃদ্ধির সঙ্গে সঙ্গে আক্রান্ত অনেককে বাড়িতে নিজ নিজ ফ্ল্যাটে-বাসায় রেখে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। বাসার মালিক এক্ষেত্রে বাধা দিলে তাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *