মিশরের সিনাই উপদ্বীপে চরমপন্থি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হামলায় কমপক্ষে ১৩ পুলিশ সদস্য নিহত হয়েছে। শনিবার এল-আরিশ নামে একটি তল্লাশিচৌকিতে হামলার ঘটনা ঘটে।
মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর সিনাইয়ের সাফা তল্লাশিচৌকি এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা মর্টার দিয়ে গোলাবর্ষণ করেছে। তবে ইসলামিক স্টেটের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওই চৌকিতে তারা আত্মঘাতী হামলা চালিয়েছে। সরকারি সেনাদের পাল্টা হামলায় নিহত হয়েছে পাঁচ হামলাকারী।
এই টুইটার বার্তায় হামলার দায় স্বীকার করে আইএস বলেছে, তল্লাশিচৌকিতে নারীদের দেহ তল্লাশি ও অবমাননার জবাবে সিরিজ হামলার অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে।
Read More News
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা বিস্ফোরণের প্রচণ্ড শব্দ শুনতে পেয়েছেন। পুরো শহরটিই কর্তৃপক্ষ সিলগালা করে দিয়েছে।
প্রসঙ্গত, ২০১৩ সালে মিশরের ইতিহাসে প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসিকে ক্ষমতা থেকে উচ্ছেদ করে সেনাবাহিনী। এর পর থেকেই সিনাইয়ে সরকারি সেনাদের ওপর বিচ্ছিন্নভাবে হামলা চালিয়ে আসছে সংগঠনটি। এসব হামলায় এ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহত হয়েছে।