মহামারী করোনাভাইরাস এর কারণে বিমান বন্ধ থাকায় ক্ষতির মুখোমুখি হওয়া বিমান সংস্থাগুলোর জন্য ২৫ বিলিয়ন ডলার আর্থিক সাহায্য ঘোষণা মার্কিন প্রশাসন।
করোনাভাইরাসের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সরকার কর্মচারীদের বেতন-ভাতা প্রদান অব্যাহত রাখার বিষয়সহ অর্থনৈতিক সুরক্ষার যে ২.৫ ট্রিলিয়ন মার্কিন ডলারের প্যাকেজ ঘোষণা করেছে, সেখান থেকেই প্রত্যক্ষ এই অর্থ পাচ্ছে বিমান সংস্থাগুলো। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সরকার অবরুদ্ধ থাকা বিমান সংস্থাগুলোর জন্য এই অর্থ প্রদানে সম্মত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
এ বিষয়ে বিস্তারিত প্যাকেজটি শিগগিরই প্রকাশিত হতে পারে বলে মনে করা হচ্ছে।
Read More News
করোনাভাইরাস বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। সারাবিশ্বে বিমান চলাচল বন্ধ প্রায়। এমতাবস্থায় আন্তর্জাতিক এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিশেন (আইটা) আশঙ্কা করছে যে, চলতি বছর ৩১৪ বিলিয়ন ডলার রাজস্ব হারাবে বিমান সংস্থাগুলো।