তিন দিন মৃত্যুর সঙ্গে লড়ে হেরে গেলেন সিলেটের প্রথম করোনা আক্রান্ত সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীন। বুধবার সকাল ৭টা ৩০ মিনিটে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন গত ৫ই এপ্রিল করোনা আক্রান্ত হন। করোনা আক্রান্ত হওয়ার পর তিনি নগরীর হাউজিং এস্টেটের নিজ বাসায় আইসোলেশনে ছিলেন।
Read More News
৭ই এপ্রিল তার শ্বাসকষ্ট দেখা দিলে সিলেটে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউ ও ভেন্টিলেশন সুবিধা না থাকায় ৮ই এপ্রিল ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এনে ভর্তি করা হয়। সোমবার তার শাররীক অবস্থার অবনিত হলে আইসিইউতে নেয়া হয়।
তার মৃত্যুতে সিলেটে শোকের ছায়া নেমে এসেছে। ডা. মইনের বাড়ি নগরীর হাউজিং এস্টেট এলাকায়। মুল বাড়ি সুনামগঞ্জের ছাতকে।
তিনি নগরীর ইবনে সিনা হাসপাতালের চেম্বারে রোগী দেখতেন। মানবিক ডাক্তার হিসেবে তার পরিচিতি ছিলো সবার কাছে।