করোনা সন্দেহে নারীকে জঙ্গলে ফেলে গেল স্বজনরা

সোমবার রাতে টাঙ্গাইলের সখীপু‌র উপ‌জেলার গজারিয়া ইউনিয়নের ইছাদিঘী গ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এমন সন্দেহে নারীকে রাতের অন্ধকারে জঙ্গলে ফেলে গেল স্বজনরা। প‌রে গভীর রাতে ওই নারীর কান্নার শ‌ব্দে শু‌নে উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা‌কে অব‌হিত ক‌রেন ইউপি চেয়ারম‌্যান আবুল কালাম আজাদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা জানান, সোমবার রাত দেড়টার দিকে পুলিশ সদস্য ও মে‌ডি‌কেল টিম নিয়ে ঘটনাস্থলে গিয়ে ওই নারীর পরিচয় পাওয়া যায়। তিনি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বাসিন্দা। তার স্বামী-সন্তান গাজীপুরের সালনায় পোশাক কারখানায় কাজ করেন। তার স্বামী-সন্তান আর স্বজনরা রাতে করোনা সন্দেহে তাকে জঙ্গলে ফেলে রেখে প‌রের দিন সকালে বাড়ি নিবে বলে আশ্বাস দিয়ে পালিয়ে যায়। পরে তাকে রাতেই ঢাকায় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
Read More News

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার জানান, ওই নারীর জ্বর, শ্বাসকষ্ট ও গলা ব্যথা রয়েছে। রাতেই তাকে এ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়েছে। মঙ্গলবার সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন বিভাগে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *