পটুয়াখালী জেলায় আগত ব্যক্তিদের ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখার জন্য পটুয়াখালী লঞ্চঘাটে এ আর খান লঞ্চকে ভাসমান কোয়ারেন্টাইন ইউনিট হিসেবে ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে পটুয়াখালীর জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী পটুয়াখালী লঞ্চঘাটে উপস্থিত হয়ে ভাসমান এই কোয়ারেন্টাইন ইউনিটের উদ্বোধন করেন।
Read More News
তিনি জানান, সরকারি নির্দেশনা অমান্য করে যে সব ব্যক্তিরা এই জেলায় প্রবেশ করবে, তাদেরকে ও তাদের পরিবারকে নিরাপদ রাখতে তথা পটুয়াখালী জেলার মানুষকে সুরক্ষিত রাখতে এই লঞ্চে তাদের ১৪ দিন বাধ্যতামূলক অবস্থান করতে হবে। এই সময়ে বিআইডব্লিউটিএ, জেলা স্বাস্থ্য বিভাগ এবং পটুয়াখালী জেলা প্রশাসন তাদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।
এ আর খান লঞ্চে ভাসমান এই কোয়ারেন্টাইন ইউনিট উদ্বোধনকালে পটুয়াখালীর সিভিল সার্জন জাহাঙ্গীর আলম অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক হেমায়েত উদ্দিন সদর উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতি, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মুনয়েম সাদ পটুয়াখালী নদী বন্দর কর্মকর্তা খাজা সাদিকুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।