রবিবার মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি

মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি। কেঁপে উঠেছে রাজধানীর পার্শ্ববর্তী এলাকাও। করোনা পরিস্থিতিতে ভূমিকম্পের ফলে প্রবল আতঙ্কের সৃষ্টি হয় দিল্লিবাসীর মধ্যে।

রবিবার বিকেল ৫.৫৫-এ আচমকা কেঁপে ওঠে রাজধানী। ভূমিকম্পের উপকেন্দ্র পূর্ব দিল্লি ছিল বলে জানা গিয়েছে। জাতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৫। কম্পনের উৎসস্থল ভূপৃষ্ঠ থেকে ৬.৫ কিলোমিটার গভীরে।

কম্পনের পরে তীব্র আতঙ্কের সৃষ্টি হয় মানুষের মধ্যে। লকডাউনের মধ্যেই বহুতল থেকে রাস্তায় নেমে আসেন অনেকেই। তবে কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
Read More News

কম্পনের পরপরই ট্যুইট করে সবার সুরক্ষা কামনা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি লেখেন, দিল্লিতে ভূমিকম্প অনুভূত হয়েছে। আশা করব সবাই সুরক্ষিত আছেন। প্রত্যেকের সুরক্ষা কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *