বিদ্যুৎ উৎপাদন যাতে ব্যাহত না হয় সেজন্য স্বাস্থ্যবিধি মেনেই কাজ করছেন বিদ্যুৎ কর্মীরা। ছোট ছোট দলে ভাগ হয়ে সরবরাহ ব্যবস্থা ঠিক করতে কাজ করছেন তারা।
জরুরি পরিস্থিতি মোকাবেলায় সঞ্চালন এবং বিতরণ ব্যবস্থা ঠিক রাখাই এখন চ্যালেঞ্জ। সবচেয়ে বড় বিতরণকারী সংস্থা আরইবি বলছেন, এ নিয়ে গেরিলা পদ্ধতি অবলম্বন করছেন তারা। আর কেন্দ্রগুলো চালু রাখতে জ্বালানি নিয়ে কোন সমস্যা দেখছেনা সংস্থাটি।
বিতরণের বাইরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন নিয়েও, বেশ কিছু পদক্ষেপ নিয়েছে পিডিবি। উৎপাদন কর্মীদের কারও করোনা উপসর্গ দেখা দিলে, বিদ্যুৎ কেন্দ্রেই আইসোলেশন ব্যবস্থা রেখেছে পিডিবি।
Read More News
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বলছেন, আপাতত কোন জ্বালানি সংকট নেই। বিদ্যুৎ উৎপাদনে সরকারি ও বেসরকারি খাতে যথেষ্ট পরিমাণ জ্বালানির মজুত আছে।
উৎপাদন, সঞ্চালন এবং বিতরণে যেকোন পরিস্থিতি মোকাবেলায় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় থেকেও নিয়মিত মনিটর করা হচ্ছে সংস্থাগুলোর কার্যক্রম।