প্রাণঘাতী করোনা ভাইরাসের আতঙ্কে পুরো দেশ থম থমে। বন্ধ রয়েছে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারের পক্ষ থেকে বাসায় থাকার পরামর্শ দেয়া হচ্ছে।
এদিকে মশার কামড়ে অতিষ্ঠ হয়ে উঠেছে ঘরে থাকা এসব মানুষ। বিগত কয়েক দিনে মশার উৎপাত বেড়েই চলছে। বাসা বাড়িতে দিন রাত সমানভাবে কামড়াচ্ছে।
Read More News
দিনের আলো কমে গেলে ঘরে-বাইরে মশার গুনগুন শব্দ বেড়ে যায়। রাস্তা কিংবা বাড়ির ছাদে দাঁড়ালেই মাথার ওপর মশাদের জটলা দেখা যাচ্ছে। দেশে করোনা রোগী শনাক্তের পর থেকে মশা নিধনে সিটি করপোরেশনের কর্মীদের দেখা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন অনেকে। গত ডেঙ্গু মৌসুমে মশার ভয়াবহতা রাজধানীবাসীর মধ্যে যে ভয় ঢুকিয়েছিল, তা এখনো কাটেনি বলা যায়। এখনি মশা মারার উদ্যোগ না নিলে সামনের দিনগুলোতে পরিস্থিতি ভয়াবহ হবে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।