জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা সবার মতো ঘরবন্দি রয়েছেন। পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। শুধু তাই নয়, করোনার এই সময়ে নিজে সচেতন থাকছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যদেরও সেই পরামর্শ দিচ্ছেন।
তিশা বলেন, এখন যে সময় তাতে সচেতনতার কোনো বিকল্প নেই। সবাইকে সচেতন হতে হবে, বাসায় থাকতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া বের না হওয়াই ভালো। আমি নিজেও বের হচ্ছি না। বার বার সাবান দিয়ে হাত ধুতে হবে। নিজেকে পরিচ্ছন্ন রাখতে হবে। যে নিয়মগুলোর কথা বলা হচ্ছে সেগুলো মানতে হবে। আর আমার মনে হয় এটা বাসায় থেকে পরিবারকে সময় দেয়ার এবং প্রার্থনা করার উপযুক্ত সময়।
Read More News
সবাই ঘরের প্রয়োজনীয় কাজকর্ম করুন। পরিবারকে সময় দিন। কিন্তু সবার আগে নামাজ পড়ুন। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য। এর কোনো বিকল্প নেই। তাই আসুন, আল্লাহর কাছে দয়া প্রার্থনা করি। তিনিই পারেন এই অবস্থার অবসান ঘটাতে।