নোভেল করোনাভাইরাসকে মহামারী ঘোষণা করেছে হু। এখনও পর্যন্ত করোনা ঠেকানোর কোনও ওষুধ বা টিকা আবিষ্কার হয়নি। তাই পারস্পরিক দূরত্ব বজায় রাখা ও স্বেচ্ছায় গৃহবন্দি থাকাই করোনা মোকাবিলার সেরা দাওয়াই বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এই পরিস্থিতিতে করোনাভাইরাস মোকাবিলার ওষুধের খোঁজ দিয়ে চমকে দিলেন সুস্মিতা সেন।
নিজের ইনস্টাগ্রাম হ্য়ান্ডেলে একটি ওষুধের বোতলের ছবি দিয়েছেন সুস্মিতা। বোতলের গায়ে লেখা COVID19 মোকাবিলায় ১০০% কার্যকর। ওষুধের নাম ‘STAY HOME’ অর্থাৎ ‘বাড়িতে থাকুন’।
Read More News
এই ছবির সঙ্গেই অনুরোধ, ‘ডাক্তার না দেখিয়ে কোনও ধরনের ওষুধ খাবেন না।’ কোয়ারানটাইনে থাকাকালীন নিজে থেকে কোনও ওষুধ খেলে তা কতটা মারাত্মক হতে পারে, সেবিষয়েও সতর্ক করেছেন প্রাক্তন বিশ্বসুন্দুরী। বেশিরভাগ বলি সেলেবের মতো সুস্মিতাও স্বেচ্ছায় গৃহবন্দি। আপাতত বাড়িতেই মেয়েদের সঙ্গে সময় কাটাচ্ছেন সুস্মিতা।