সাধারণ মানুষের পাশে সংসদ নুসরাত

করোনা আতঙ্কে পুরো বিশ্ব। নুসরাত জাহান পশ্চিমবঙ্গের নম্বর ওয়ান নায়িকা। তিনি একজন সংসদ সদস্যও বটে। ফলে আর দশজন তারকার মতো না।

সুযোগ পেলেই নুসরাত সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। করোনার আতঙ্কও তাকে ঘরে আটকে রাখতে পারলো না। তিনি ছুটে গেলেন সাধারণ মানুষের খুব কাছে।
Read More News

শনিবার রাজ্যের লকডাউনের পঞ্চম দিন। এদিন সকাল থেকে শহরের বিভিন্ন বাজারে বেশ ভিড় ছিল। দোকানগুলোতে কেনাকাটা করতে গিয়ে মানুষজন কিছুটা দূরে-দূরে দাঁড়ালেও উপযুক্ত দূরত্ব ছিল না।

কোথাও কোথাও তো আবার চায়ের দোকানে খোশ আড্ডায় মেতেছিলেন তারা। এরই মাঝে মাস্কে মুখ ঢেকে চেতলা বাজারে হাজির হন সাংসদ নুসরাত জাহান। বাজারের ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলেন তিনি। কিভাবে সচেতন হয়ে কেনাকাটা করতে হবে, কতটা দূরে দাঁড়াতে হবে তা তিনি বুঝিয়ে দেন। পাশাপাশি, সকলের সুবিধা-অসুবিধার কথাও জানতে চান সাংসদ।

১৫-২০ মিনিট সেখানে ছিলেন তিনি। নুসরাত জাহান হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বিলি করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *