করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে রাজধানীতে জলকামান দিয়ে দুইবার জীবাণুনাশক ছিটাবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
Read More News
ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের নির্দেশে আজ বুধবার থেকে প্রতিদিন দুইবার জলকামান দিয়ে ঢাকা মহানগর এলাকায় জীবাণুনাশক ওষুধ ছিটানো হবে।
ডিএমপির ৮টি জলাকামান সকাল দশটা থেকে বারোটা এবং বিকাল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত জীবাণুনাশক ওষুধ ছিটাবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই কার্যক্রম চলবে। এ জন্য নগরবাসীদের পুলিশের এই উদ্যোগে সহায়তা করতে অনুরোধ জানানো হয়েছে।