পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার জানান, করোনাভাইরাস প্রাদুর্ভাব রোধে সতর্কতামূলক কাযর্ক্রমের অংশ হিসেবে রোববার (২২ মার্চ) পৌরভবনে যশোর পৌর এলাকার বিভিন্ন বাজারের ব্যবসায়ী ও বাজার কমিটির নেতাদের নিয়ে জরুরি সভা করা হয়েছে। ওই সভায় ব্যবসায়ীরা দেশের স্বার্থে আগামী এক সপ্তাহ দোকানপাট বন্ধ রাখতে সম্মতি হন। তবে মুদি, খাবার এবং ওষুধের দোকান খোলা থাকবে।
Read More News
এছাড়া দুপুর ১টা পর্যন্ত কাচাবাজার খোলার রাখা হবে। যাতে মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারেন। এ বিষয়ে আজই জনগণকে জানানোর জন্য মাইকিং করা হবে।
Sildenafilgenerictab News Bangla News Paper