প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে জনসমাগম এড়িয়ে চলার আহবান জানিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উল্লেখ্য, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা আতঙ্কের মধ্যেই দেশে তিনজন আক্রান্ত রোগীর তথ্য প্রকাশ করেছে রোগতত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান আইইডিসিআর। প্রতিবেশী দেশগুলোতে এই রোগ ধরা পড়ার পর থেকেই দেশে করোনা রোগী থাকতে পারে বলে আলোচনা ছিল। চীনের উহান শহরে শনাক্ত হওয়ার ৬৯ দিনের মাথায় সরকার এই প্রথম করোনা রোগী চিহ্নিত হওয়ার ঘোষণা দিলো।
Read More News
আক্রান্তদের মধ্যে একজন নারী ও দু’জন পুরুষ। তাদের দু’জন ইতালি ফেরত। অন্যজন বিদেশ ফেরত আক্রান্ত একজনের পরিবারের সদস্য। এদের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে।