ফিলিপাইনে শপিংমলে ৩০ জনকে জিম্মি

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় সান-জুয়ান এলাকায় ভি-মল নামে ওই শপিংমলে ৩০ জনকে জিম্মি করে রেখেছে এক বন্দুকধারী।

সান জোয়ানের মেয়র ফ্রানিস জামোরা গণমাধ্যমকে জানান, তারা ধারণা করছে ৩০ জনকে জিম্মি করা হয়েছে। তবে এই সংখ্যা তার বেশিও হতে পারে। চাকরি হারিয়ে ক্ষুদ্ধ ব্যক্তি সকাল ১০টার দিকে মলে প্রবেশ করে এবং গুলি ছুড়ে মানুষজনকে জিম্মি করে। ছুটি ছাড়া বেশ কয়েক সপ্তাহ অনুস্থিত ছিলেন। এ কারণেই চাকরি হারাতে হয় তাকে। তিনি আরও জানান, বন্দুকধারী এই শপিংমলের নিরাপত্তারক্ষী হিসেবে চাকরি করতেন। সম্প্রতি তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
Read More News

এদিকে বন্দুকধারীর গুলিতে এক জন আহত হয়েছেন। স্থানীয় হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তিনি। এদিকে দেশটির বিশেষ নিরাপত্তা বাহিনী সোয়াট টিমের ১২ সদস্য সয়ংক্রিয় অস্ত্রসহ শপিংমলে প্রবেশ করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *