কালো হিজাবে মসজিদে ট্রাম্প কন্যা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ও উপদেষ্টা ইভাংকা ট্রাম্প (৩৮) কালো হিজাব পড়ে রোববার (১৬ফেব্রুয়ারি) আবুধাবির শেখ জায়েদ গ্রান্ড মসজিদের বিভিন্ন সৌন্দর্য পরিদর্শন করলেন। এ সময় তার পরনে ছিল লম্বা গাউনের মতো আরবের ঐতিহ্যবাহী পোশাক ও মাথায় কালো হিজাব। এরপর ভক্তি-শ্রদ্ধার আতিশয্যে খালি পায়ে মসজিদে প্রবেশ করেন ট্রাম্প কন্যা।
Read More News

সম্প্রতি নারীর ক্ষমতায়ন বিষয়ক ‘গ্লোবাল উইমেন্স ফোরাম’ উপলক্ষে শনিবার দুবাই পৌঁছান ইভাংকা। রোববারই মধ্যপ্রাচ্যের অন্যতম সুন্দর মসজিদ আবুধাবির শেখ জায়েদ গ্রান্ড মসজিদ দেখতে যান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *